সেদিন অস্ত রবির পড়ন্ত বিকেলে
আকাশী রঙের কূর্তি,লাল রঙের লেগিন্স পরে
খোলা আকাশের নিচে,বিদ্যাধরী নদীর তীরে
জলের ঘাটে হাঁটু ডুবিয়ে তুমি বসে ছিলে
পুলকিত মন দক্ষিণ পবন-
বাতায়নে সুর ছিল ঝিরিঝিরি
জানি মাধবি লতাও ফুটে ছিলো মুগ্ধ আলোকে
দোলা চালে ঢেউ তুলে বলে ছিলে-
কোথায় আছো-কেমন লাগছে বলো?


আমার তখন ফাগুন মাস,প্রানেতে উচ্ছ্বাস মাদক যৌবন
বসন্তের সরস ভ্রমরের আগমন
চোখেতে নেশা,বৃষ্টিতে ভিজবার দারুন শ্রাবণ
দিয়ে ছিলো সাড়া,জাগিয়ে পাড়া ভালো লাগা শিহরণ
বলে কি বোঝানো যায়?তবু ছিল কর্তব্যের দায়ভার
অবাক সুরে ঝিলমিলিয়ে,খিলখিল হেসে বলে ছিলাম
খুব খুব ভালো,চলে এসো কাছে আর থেকো না দূরে
দুহাত রয়েছি বাড়িয়ে,এসো এসো আমার দুয়ারে
রাখবো তোমায় বুকের গভীরে,ডুব দিয়ে যাও চলে।


সে কথা শুনে মধুর বচনে কিছু কথা দিয়েছিলে-
আজ নয়,আসবো আর এক দিন
তোমার ডাকে সাড়া দিতে শুধু নিরালায়
যেথা ভয়শূন্য চিত্ত সুবাসে সুবাসিত মধু বৃন্দাবন
থাকবো কেবলই আমরা দুজন
হৃদয়ের নিভাঁজ ঢেউয়ে যাবো হারিয়ে।
সে কথা কি তোমার আজ মনে পড়ে?
---------------------------------------------
৭/৫/২০২০-অবুঝ মন-