ভালো থেকো তুমি সবসময়
কত সহজিয়া সম্ভাষনের সবুজ পাতায় ধেয়ে এলো
ভালো কে না থাকতে চায়-
বিনা মেঘের কড় কড়ে সুরের আড়াল
চাপা পড়ে গেলো মদন মোহনের ফাগুন দোলা
কিছুটা মাটির তলায়
যদিও,বিমর্ষ স্মৃতি আসলে যে কেমন?
জল রঙ হয়ে গেছে মুছে
তবুও,অবুঝ ইচ্ছে গুলো কোথায় যেন গেল লুকিয়ে
নীরব শব্দের সুদীর্ঘ ছায়া হয়ে,তার খোঁজ কেউ আর পেলো না।
-----------------------------------------
৫/১১/১৯-অবুঝ মন-