একটা গল্প লিখতে চেয়ে
এলো চলে সামনে পাতা ঝরা সময়ের
কোকিলার কনসার্ট খোঁপাতে
ভিজেচুল ঝরে পড়ে টুপটুপ খসখস!
গোলাপের বাগানের মায়াবী ভায়োলিন মরচে বেরঙিন!
সাদা মন কাদাতে ছিট ছিট কালো দাগ
উঠোনের চারদিক যেখানে সেখানে বিছায়ে!
হেতালের বন মাঝে হরিনীর চোখ দুটো
এ কেমন ঘোলাটে খাতিরে?
শৃগালের যৌন পিকনিক নিপীড়ন উৎসব চরমে!


মন মাঝিরে তোর খেয়া কই?
কান্না হতাশায় দূর্গম গিরি পথ ভাঙছে!
শেষমেষ তুলা রাশি কন্যে ব্যবসার পসরা সাজিয়ে
প্রচারে গোলা তুলে বলছে
যেটুকু যা কথা ছিলো হয়েছে নিয়মিত দিয়ে দে!
মনে হলো কাক ভেজা ময়ূরের ফতুরের নেশাতে
ফকিরের আর কোনো ভরসার আশা নেই
রক্ত বেচতে পাঁজরের হাড় গুলো খুলে খুলে পড়ছে!
নির্ঘাত চোরাবালি বালুচর সামনে,ধরা যায় সব শেষ নিয়তি।
-----------------------------------------
৩০/৩/২৩-অবুঝ মন -