ভাব সাগরে -সময় গুলো
স্মৃতির স্রোতে ভাবনা ছুঁলো--
স্বপ্ন মুখোর গোলাপ এলো
খুশির ঝিলিক ঝলোমলো।

রঙ মাখানো পসরা দোলায়
ভালো বাসার বাসর সাজায়--
দেখতে লাগে সোনার হরিণ
লুকিয়ে ছিলো আলপনা পিন।

ক্ষনিক সময় বেজে ছিলো
নানান রঙের সুরের ধ্বনি--
হঠাৎ বাজে ওলট পুরাণ
জমলো কেবল প্রশ্ন-বানী।

সহজ কথা সহজ ভাবে
বললে কি বা ক্ষতি ছিল--
ভালো লাগার হৃদ মাঝারে
জমতো না আর ব্যথার ধূলো।
------------------------------------------
১৭/৬/১৯