।।ওঁ শান্তি।।
।।নরেশ বৈদ্য।।
----------------------------------------------
আর কি ইচ্ছে বাকি আছে ভাই?
ইচ্ছের বুঝি সীমানা নাই
কোথায় তোর ক্লান্তি?
এতো সহজে ভুলে গেছিস জীবনের ভুলভ্রান্তি
জানতে পারলে সাহায্য করতে একটু সুবিধা হতো
কিসের এতো তোর আপসোস
আর মানিয়ে নেওয়ার কথা যদিবা এসে গেল
সে বিষয় ছাড়া মানব জীবন আছে কি?
বোঝা পড়াটাই জাগায় পাড়া,এটাই বুঝতে যা বাকি


আর নিজের মুল্যের কথা --
একটা পুকুরের সামনে দাঁড়িয়ে
পুঁটি মাছকে দেখে করলেই পারতিস
কোথায় যে তোর এতো আপসোস?


তাই বলি,কি মুল্য দিলি?
আর কতটা বা দিলি ?
একটু হিসাব করে দেখলে ভালো হতো না কি?
এই যা,একটু চলতে ফিরতে সুবিধা হতো
কিসের এতো হা-হুতাশ ?
কালের তীর এগিয়ে আসছে
ফুটে উঠবে দগদগে ঘা,শুধু পরিহাস


শোন মন দিয়ে -এগিয়ে চল
যদি এখনো কিছু কামনা বাকি থাকে
বাসুদেব ঠিক পূরন করবে
এটাই জাগতিক নিয়ম
না হলে যে ডাইনোসর ডাকছে
ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি।
---------------------------------------------
২৯/১২/১৯