এগিয়ে আসা স্রোতের টানে শব্দ চয়ন ভুল ছিলো কি?
বলতে পারিস পুরোনো ডিক্সে লুকিয়ে ছিলো কোথায় ফাঁকি?
হঠাৎ কেন অতিসক্রিয় ভাবান্তরে প্রবেশ করে ধারালো ব্লেডের গল্প কতক পড়লো মনে?
হাঁড়িটাকে ভাঙতে হলো হাটের মাঝে ডুবান্তরের আকাল টেনে!


সেই যখন কুনোব্যাঙের শীত ঘুমটাই আকর্ষনের
ভেবে দেখ এই টুকুতে--তৃপ্তি নামে?
টিনা মিনা--কুসুম কলি থাক না জেগে ঘষা কাঁচে
জানলি না তো জমানো সি এল আজও কতটা দামি।
এরপরেও কখনো ইচ্ছে হলে হাওয়া ভবনে বার্তা দিয়ে জেনে নিস
মৌসুমী বায়ুর ডেথ সার্টিফিকেট বলে কোন কিছু আছে কী না---
-------------------------------------------
১৩/১২/২২-অবুঝ মন -