তার কাটা দোতারা বেসুরো তো হয়
তাই বলে অসুখের নামান্তর!
যারা জানছে,যারা শুনছে
ভেবে দেখো তাঁরা কী ভাবছে?
তুমি তো বলেই খালাস,
জানছো না কতদূর সুদূর প্রসার!
মনে রেখো অর্থ সব নয় দুনিয়ায়
ঢেঁকি ছাঁটা চাল কদরের বহরে এখনো প্রথম
চেয়ে দেখো আগুন খয়ের
ওরা ও জাগছে,বিদ্রোহ চারিদিকে--
--------------------------------------------
১১/১/২৩-অবুঝ মন -