বিদায়ের ডাক এসেছে
চলে যাওয়ার
না পৃথিবীর বুক থেকে নয়
পিতৃ ভূমি ত্যাগ করার।
সমাজের অন্য স্থানে
বহু অচেনার ভীড়ে
নিজেকে নতুন করে
চিনবার জানবার।
পদে পদে পরীক্ষার পালা
আপন করে নেওয়ার,
ত্রুটি-বিচ্যুতি ঘটলে
একেবারে গভীর খাদে
চলে যেতে হবে।
তবুও স্বপ্ন ভরা চোখ
স্বপ্ন দেখে মানিয়ে নিতে
নিজের নতুন জগতের কাছে
সুখের পরশ পেতে
চীর জীবন অতিবাহিত করার
পরম নীড়ের জন্য।
কার বা কপালে সুখ পাখি
চুমু দিয়ে যায় ,বলে ভালো থেকো
নতুন এই সংসারে
আর ,কার কার ভাগ্যে
দুর্ভাগ্যের অভিশাপ জুটে
ঠাঁই হয় শ্মশানের চিতাতে।
--------------------------------------