উড়ে এসে জুড়ে বসে-নিধিরাম সর্দার
মুখেতে মুখোশ পরা-আসলে সে গদ্দার
এমন ভাবখানা-যেন কিছু জানেনা
লোকে বলে জালিয়াত-আহ্লাদে আটখানা
দুমুখো সাপের মত-নেতাদের পিছু চলে
গলেতে তুলসী মালা-বাঁশের কারবারি বলে
তাই সে যত্ন করে-বাঁশকে তুলে রাখে
সময় সুযোগ খুঁজে-খোঁটা দেয় ফাঁকে ফাঁকে
নামেতে সোহাগ সুর-ইতিহাসে স্থান আছে
মিরজাফর পরিচয়-জন সমাজের কাছে।
-------------------------------------
১৯/৮/১৯