সুনামী আসছে জেনেও যে দুহাত বাড়ায়
অদৃশ্য চোটের মহামারী রূপ মাত্রা ছাড়ায়
ভাবছেন হয়তো পূরণ ঠিক হয়ে যাবে
এতোটাই সোজা--ঝড় থেমে গেলে সব কি ফিরে পাবে?

যে সময় বয়ে যায় সত্যি কি আসে ফিরে?
কিছু ছবি জেগে থাকে চুপ কথা ঘিরে
এই যেমন ধরুন ওই,কেমন আছো-কি করো--দেখবে কি আসতে?
জেনে রেখো অনন্ত সুর নয় কথা কিছু ভাসাতে।

এভাবে অবলীলায় গনগনে তুষও পোড়া ছাই বনে যায়
নির্বোধ বাসনা বিষের সম জ্বালা মিশে যায় সাহারায়।
----------------------------------------- -৪/৬/২০২২-অবুঝ মন-