চেটেপুটে খাওয়ার পরে জানছো যখন চাঁদের নিজের শূণ্য আলো
কেমন করে জ্বলবে বলো?
যাওয়া আসার দোলায় চড়া বেকার ভাতা হয়ে গেলো!
এতো দিন"প্রাণের মাঝে আছে প্রিয়" গান শোনালো কোন সে ভ্রমর?
নিত্য চলার এ কোন হিসাব তোমার চোখে?
বলতে পারো কেমন করে পথের মাঝে পথ হারালো?


অনুভবের পাতাগুলো রইলো পড়ে ভাঁজে ভাঁজে
পারলে একটু চোখ বুলিয়ো নরম তুলোয়
কার জন্য গন্ধে বিভোর নাই বা বলি
"জল পড়ে পাতাও নড়ে" অসীম টানে
পলে পলে দেখতে পাবে নদীর জন্য দীর্ঘশ্বাসে অপেক্ষাতে প্রহর গোনে একফালি চাঁদ---
-----------------------------------------
-২৬/৮/২৩-অবুঝ মন-