সব যদি হাত ধোয়া সেরে নেয়
তাহলে তো রোগ বেশ গুপ্ত পুরনো
সারানো ও সোজা নয় এ জটিল মূলাভার
কত কিছু লিখছি প্রেমটেম ফসিলের আঁতাতের গন্ধে
অথচ খুবলানো শরীরের রেট চার্ট ঝুলছে সামনে সমানে!
বই হোক সই হোক ভেট চাই বলছি সলাজে
হায়রে নির্বাক অন্ধ!কতদিন নীরবে এভাবে থাকবে?
পাথরও সময়ে চূরচূর হয়ে যায় এ কথাও একটুও মনে নেই কারও আজ!
বিষ রোগ পুষে রেখে কতদিন চলবে ভাবছো?
সব নয় পোষ খোর অভিনয়,হয়তো বানরেরা কিছুকাল দুমদাম নাচবে
চেয়ে দেখো কত শত দামিনী জাগছে
জঙ্গল,জঞ্জাল সাফাইয়ের এ লড়াই
পারো যদি ধরো হাত একটু ওদেরইইই--
হোক যতো বানানো মহাবীর,অসুরেরা মরবে মরবেই।
--------------------------------------------
১৯/২/২৪-অবুঝ মন -