এখানে উনুনের তাপ নেই
এখানে শিকারীর ফাঁদ নেই
এখানে একটুও জ্বালা নেই শোক নেই---


এ শহর উর্বর কী ভীষণ!বলবার ভাষা নেই
এ মিছিল রামধনু আকাশের
বাঁচবার প্রানবায়ু একেবারে যার যার--

এ দলে তুমি নেই ভাবলে দোষ নেই তোমার ও-
ঝড় আছে বলে তাই বাসাও ভঙ্গুর মানতে ও বাঁধা নেই
ধাপ গুলো চিনলে বেড়া নয়,সেতুযোগ উজ্জ্বল।
------------------------------------------
২৯/১/২৯-অবুঝ মন-