আজ এই দুঃসময়ে,প্রধানমন্ত্রীর ভাষণ শুনে
আবার শুরু তরজা
কেউ করলো চাটুকারী,কেউবা টানলো বিভেদটা।
নরম সুরে আবেদনে কোথাও ছিল কি হুঁশিয়ারি?
এমন দিনে রাজনীতি-টা ভীষণ ছিল কি দরকারী?
একটি দিন জনগণের থেকে নিলেন চেয়ে
ক্যাংলা বাবু ঝান্ডা ধারী কষলো প্যাঁচ জমিয়ে
জনতা কারফিউ কথাটি কি বুঝতে ভারি কষ্ট?
ঘেউ ঘেউ করলো কত স্বভাব দোষে দুষ্ট
নিজে বাঁচলে বাপের নাম কথাটি যে মন্দ
"করোনা" প্রমাণ করে,নেই যে কোনো সন্দেহ
"বাঁচো এবং বাঁচতে দাও"ভিড় গুলো এড়িয়ে যাও
এটাই হলো পথের দিশা
চেতনার উন্মেষে বাঁচার শ্রেষ্ট প্রন্থা।
---------------------------------------------
২০/৩/২০২০-অবুঝ মন-