পেরোছো কি বুঝতে?
--------------------------------------------
নিশি রাত বাঁকা চাঁদ তখনো ছিলো জেগে
হেমন্তের শিশির দূর্বা ঘাসের উপর স্থান সংকুলান করছিলো ধিরে ধিরে
ঝরঝরে শীতল সমীরণেরও স্পষ্ট আভাসের কোনো খামতি ছিলো না।
তখনই তোমার জানতে চাওয়ার বর্ণীল আলোতে ভেসে ওঠে মধুযামিনীর উপহার
যেথা এতোটুকু অভাব ছিলো না,স্নিগ্ধ সুভাস আশাতীত রোদ।
তবুও,নিরুত্তরের ঘন্টাটা সাইলেন্ট জোনে রইলো পড়ে
কেন জানো কি? সত্যের সাথে সখ্যতা রাখতে চেয়ে,
মনপসন্দ অনাড়ম্বর জীবনের সন্ধানে--
গতিহীন স্রোতে কবিতার মেহফিলকে ছুঁতে চায় উদাসী এ মন।
-------------------------------------------
              -২৮/১০/২০২০-