বটের চারা রূপে এসেছিল
এই ধরার মাঝে,
সময়ের গতিশীলতায়
পরিবর্তনের ধারা চলে অবিরত।
নিয়মের বেড়াজালে পড়ে
স্থানান্তর ঘটে নতুন পরিবেশে,
সেই শুরু নিজের পরিমণ্ডল গড়ে তোলা
আর অপত্য ঝুরি বিস্তার করা।
যন্ত্রের মত সমস্ত যন্ত্রণা সহ্য করে
ছায়া রূপে মেলে ধরে নিজেকে,
পরিজনদের মঙ্গলকামনায়
কালের নিয়মে অপত্যরা ডানা মেলে--
উড়ে যায় অন্য ডালে।
ছায়া রূপি জীর্ণ বটের, হৃদয়ে
যন্ত্রণার ঢেউ--
তরঙ্গের আকারে আছড়ে পড়ে।
------------------------------