প্রত্যাশার পারদ মনের গভীরে
ধীরে ধীরে বাড়ছিল সারা বছর ধরে
একটি সুখানুভূতি, দিনের জন্য
কচিকাঁচাদের ভিড়ের মাঝে
তাকে দুচোখ ভরে দেখতে পাওয়ার-
আনন্দে বিভোর ভাবে।


আসন্ন দিন এলো স্বপ্নের ঘোরে
পথের পানে চেয়ে চেয়ে
খোলা রাস্তার মোড়ে
রঙীন শাড়ি-চশমায় ঢেকে,টোটোতে চেপে
হৃদয় হরনী-পূজারিনী বেশে
নামলো এসে, প্রতিক্ষা রানী সেজে।


মুগ্ধ নয়নে চেয়ে, সাক্ষাৎ হলো দুজনে দুজনাতে
কথা ও হল সামনা সামনি
মাঝে মাঝে ক্ষণিকের ইশারাতে
এরপরই চলে গেল, রাজকুমারীর বেশে
হৃদয়েতে  মিঠেল দোলা দিয়ে
প্রত্যাশা-প্রাপ্তির ক্ষণিক সমন্বয়ের রসদ জুগিয়ে।
-------------------------------------------------------