প্রভাত কালে ওঠে--ধীরে ধীরে
পূবাকাশে দিগন্ত লাল করে
জনমানবের দল ছুটে চলে
দিগ-দিগন্তের চারিধারে।
নয়নাভিরাম দৃশ্যের সাক্ষী হতে
মনে প্রত্যাশার পারদকে সঙ্গীকরে
কখনো বা সমুদ্র কিনারে
নতুবা পাহাড় পর্বতের ধারে--
এভাবেই মানুষের মনের অভিলাষা
হয় কি পূরন মাঝে মাঝে?
নয়তো বা ব্যর্থ প্রত্যাশা
নতুন আশায় বুক বাঁধে---
অবিরাম অনন্তকাল ধরে
শূন্য এ পৃথিবীর বুকে।
অবশেষে ইচ্ছে গুলো
ধীরে ধীরে বার্ধক্যের বারানসিতে
পৃথিবীর  বুক চিরে যায় তলিয়ে
অতলেতে- ঘুপচি অন্ধকারে।
------------------------------------