প্যাঁচের কথা যদি বলেন
ভাবতে অবাক হই
জটিলকে সহজ করে চলাই জীবন
অথচ বোধের গভীরে বারে বারে নিজেকে হারাই!


কানাকড়ি যে টুকু সম্বল
জলের মতো সহজে দিয়েছি মেলে
কিন্তু কি আশ্চর্য আজও,
জলে জল বাঁধছে প্যাঁচের গ্যাঁড়াকলে!


যদিও সময়ের নিরিখ বদলেছে
পাতাও খসেগেছে সেই কবে
অর্থ পিপাসু যারা-
এখনো তারা বহাল তবিয়তে রবে!


শুধু মেকি কান্নার ঘ্যানঘ্যানে রেশ টেনে
চিড়ে ভেজানোর ছলাকল
সত্যি কি বিচিত্র সেলুকাস
পচন ধরা সমাজের এটাই সহজাত প্রবৃত্তি,আত্মসাতের ভরা যৌবনা কৌশল!


যেখানে চেনা রক্তের ঢেঁকুরে শোষনের কাহিনী
বিষাক্ত বিনোদন জাল বোনে
যাঁতাকলের পাঁজর জুড়ে ওঠে নাভিশ্বাস
বুঝে সুঝেই তারাই আবার হয়ে ওঠে ভনভনে!


প্রতিবাদের জায়গা কোথায়?
কাদার যে ওসবের নেই বালাই
থকথকে জেলি বাসা বাঁধে বুকের গভীরে
কিংবা ঝাপসা নোনা জলে আসে ভেসে রক্তের লাল গোলাপ রসমালাই!
---------------------------------------------
২০/৯/২০২০-অবুঝ মন-