সাজানো রঙিন ঝলমলে আহ্লাদী সুরে
স্বপ্ন বিভোর দিনে কথা হয়েছিল
বিমোহিত মনোরম দিঘির কুলে
প্রত্যাশার সাগর ছাপিয়ে দাপিয়ে ছিল ঢেউ
জলকেলি খেলায় মত্ত থাকে যেমন রাজহাঁস
তেমনই ভাবাকাশ উচাটন মন
সুর মূর্ছনায় ভেসে ওঠে ক্যানভাস কথোপকথন
উদ্দীপক রেনুগুলি বিকশিত
যৌবন ছন্দ দানে
থর থর করে কেঁপে ওঠে ঠোঁট
গোলাপ কুসুম চয়নে
ঠিক তখনই হঠাৎ দাগে ভয়
দানবের মত রে রে করে তেড়ে এলো
করে দিতে সবকিছু ছারখার
ওঠে ঝড় বুক করে ধড়ফড়,শুধু হাহাকার
সময়ের নাগপাশে বন্দি,বেলা গেল অস্তাচলে
সত্যি বোঝার একক কোথায়?
মিথ্যা ভাবলেও,যন্ত্রণা জন্ম নেয়
কতবার স্বপ্ন গড়েছে ইমারত
শেষে দিয়েছি তুলে কলমের মুখে বর্ণের সাজি
অবাধ্য অবাক সীমানায়
আজ আর নেই ভয়--
ঢাকতে শিখেছি,বুঝতেও, শিখেছি
প্রেম বুঝি এমনই হয়?
-----------------------------------------
২১/১২/১৯-অবুঝ মন-