এক তারাটা বাজছে করুণ সুরে
খেয়ালীপনার সাগরেতে ডুবে
মনের ভিতর আশার নদী বহে
প্রেয়সীনির মিলন সমারোহে।


বাঁধাধরা জীবন বীণার মাঝে'
হৃদয় বাঁশি ক্লান্ত ঘেমে-নেয়ে
ভাবনাগুলি চায় যে ছুঁতে জ্যোতি
দিলখোলা এক বাঁধনহারা সাথী।


আশার দোলায় কেবল বসে থাকা
হৃদ সাগরে প্রবাহিত ব্যাথা
কথার মালায় সুগন্ধি যে মেলে
ভাব সাগরের আবেশে মজে-জ্বালিয়ে ছিলাম প্রেমের প্রদীপ নিজেই।
----------------------------------------
০১/১১/১৮