একটি সুখী পরিবার--
কেমনে জড়িয়ে যায় কাঁটা-তারের জালে?
আসলেই ভিত ছিল খুবই নড়বড়ে
তাই অতি সহজেই ভিড়লো এসে
পচা একটি আলু সেই দলে‌।


অভিনয়ের আদব-কায়দা ছিল অনেক কালের জানাশোনা-
ভাবতে পারিনি প্রকাশ পাবে-বাস্তবের আঙিনায়
সেই তারই আগমনে পুরনোরা গেল ভেসে
কি করে এমন হয়-!
ইতিহাস যে আজও, আছে বেঁচে।


কি আশ্চর্য-বোঝার অবকাশ হয়নি!
দুর্গন্ধ ছড়িয়ে পড়লো-অতি দ্রুত--
সম্পর্কের নিষ্পেষণ যাঁতাকলে,
ফাটল ও পরিপূর্ণ রূপ পেল--
স্মৃতি পাতার প্রতি দেয়ালে দেয়ালে।


যদিও ,মীরজাফর বেঁচে নেই--
বেঁচে আছে সিরাজ-দৌলার বীর-গাঁথা কাহিনী
তাই প্রবাদে স্থান পেয়েছে--
দুষ্টের কথায় পা বাড়িও না যেন কোনদিন
ধর্মের কল বাতাসে যে নড়ে চিরকালীন।
--------------------------------------------
৩/৮/১৯