গঙ্গা জানে স্রোতের টানে কেমনে জাগে চাঁদ
চাঁদ ও জানে মন ফাগুনে করতে আসর মাত
যদি হঠাৎ প্লাবন এসে কেড়ে নেয় সেই রথ
আর কী ফিরে আসতে পারে অজানা শপথ?
অথচ রাধা আজও সাবলীলতায় গোলাপের সরোবর
এরপরেও দোয়াই তোমার"অন্য কারোর ঘর"!


তবু যে কেন হাঁপিয়ে উঠে ঝলসানো ওই চাঁদ?
আর কিছু নয় খেয়া পারাবার শুধু একবার---
সাগরের তীরে প্রনয় মেশাতে চায়
বলতে পারো প্রান সজনী---দুর্ভিক্ষ কোথায়?
--------------------------------------------- -২৪/৩/২৩-অবুঝ মন-