যে বাতাসে মিশে আছে
রবীন্দ্র-নজরুল--
সেখানে আজ কেন
ছড়িয়ে কালো ঝুল?


তাকালেই ভ্রান্তিবিলাস
কথা বেচা বকবক!
কুলহীন গল্পে
ফাঁদ পাতা চকচক!


হীরকের দরবার
নানা সব আয়োজন!
কিছু খই কিছু মুড়ি
মেটে তার প্রয়োজন!


মায়াবীর এ কী মায়া
ফুলঝুরি ছুটছে!
প্রতিবাদ নগরী
নীরবেই চাটছে!


উপরি পাওনা আরো
চোলাইয়ের রাজবেশ!
ছেলে-বুড়ো মাতোয়ারা
এভাবে কি হবে শেষ?
----------------------------------------
৩/১২/২০২১-অবুঝ মন-