দূর হতে ভেসে আসে কত না সাবলীল প্রকাশ
যা সীমানা ছাড়িয়ে প্রবেশ করে অন্তরে
হাতুড়ির আঘাতের মতো, তছনছ করে দিতে চায়
জীবনের প্রচলিত ধারাকে।
অথচ ভাবনার গভীরতায় ছিল কুসুমের দোলা
আর ছিল পবিত্র - মোড়কে গোলাপ ছোঁয়া।
আজ সেখানে হুশিয়ারী শব্দের দামামা বাজে
আকাশ কুসুম ভাবনার দোলা --
মনেতে না যেন জাগে, এমনই রূপে।
হায়রে বিধাতা, এই কি লেখা থাকে ললাটের লিখনে?
সবকিছু ভুল , যা কিছু ঘটেছে!
চন্দ্র ,সূর্য- গ্রহ, তারা সবই তো ঘুরছে নিজস্ব তালে
বিশ্বাসী মন  আজ ও তাই  খুঁজে চলে----
নিজস্ব ছন্দের দোলা,মায়া ভূবনের পারে।
------------------------------------
৩০/৪/১৯