আজকাল স্পাইয়ের একটুও অভাব নেই
দু-টাকার কাকা বিড়ি মুখে পুরে বেরিয়ে পড়ছে আলোর খোঁজে
এতেই এনারা কত না সন্তুষ্ট!
গুরুকূলও ভুলে গেছে তাদের নামের কী আছে মাহাত্ম্য!
বাঁশ যতোই শুকনো আছোলাই হোক,তরলের স্পর্শ এড়াতে কি পারে?
যদি খোঁজ নেওয়া হয় হোক না গুরুকূলের পঠন পঠনের
তা না করে এ কেমন ম্যানহোল খনন! জানি নে বাপু কী লাভ?
যেদিন ঘুণ ধরবে শক্ত খুঁটিতে সেদিন তাঁরা আর আয়নার সামনে দাঁড়াতে পারবে তো?
-------------------------------------------
১১/১/২৩-অবুঝ মন