মেঘের নাচন দেখে কিছু কি মনে পড়ে?
ঝরাপাতা একদিন এসেছিলো প্রেম গড়ে
তারপর--আরো কিছু একবার মনে কর
মেঘ রোদে মাখামাখি রিমঝিম ঝর ঝর
এখানে কি শেষ হলো প্রবাহের চলাচল?
গল্পতে মেতে ওঠে ময়ূরীর মখমল
বসন্তের আবিরে পলাশের জেগে ওঠা
মায়া নদে জুড়ে বসে চাটার্ডের যতো খাতা
এক ঝাঁক কালো ছায়া ভরে গেলো নীলাকাশে
প্রশ্নটা রয়ে গেলো সত্যি কি ভালোবাসে?
--------------------------------------------
-২৬/৬/২০২২-অবুঝ মন-