পোশাকের কথা যদি ধরা হয়
তাহলে অনেক আগেই বদলেছে অভিমুখ
এখন ভাষার বিনোদন এতোটাই রমরমা যে,
বারংবার সন্ধ্যা নামে
সেখানে গণতন্ত্রের জয় গান এ এক আশ্চর্য ব্যাপার!
শীতল শরীর ছুঁয়ে জমাট আঘাত
অনুচক্রিকার বিজয় রথে লেগে আছে--
রক্তের সুস্পষ্ট ছাপ,চাপ চাপ দাগ
একটু ও বোঝার ঘাটতি নেই প্রকৃত খুনের
অথচ মাথায় ঝুলছে ফতুরের মেঘ,
ফলে যা হওয়ার তাই আত্মহত্যার সীলমোহর!
সেখানে মৌলিক অধিকার--বাতুলতা ছাড়া আর কিছু নয়
আসলে চড়াম চড়াম বাজির বাজার খুবই গরম
কে বলবে বলুন তো মাথা উঁচু করে রাজা তোর এ কোন বিচার?
--------------------------------------------
২৭/৩/২০২১-অবুঝ মন-