---------------------------------------------
অনেক,অনেক দিনের পরে--
কৃষ্ণ চূড়ার আবির রঙে ভিজে গেল মন
তোমার প্রশংসা পেলাম
কি বলবো বোঝার আগেই
অবুঝ পাতা জুড়ে,নীরব সুরে
ফুরফুরে মিষ্টি দোলা,বয়ে গেল গভীরে
আর,ঠিক তখনই পরিচিত বর্ণমালায়
ঝলমলে চেনা রোদে সবুজ স্বপ্নে
'তুমি কেমন আছো'
রামধনু রঙের জ্বললো বাতি।


আমার অকাল বসন্ত--
জানিয়ে ছিলো ভালো আছি
তার পর ঘন মেঘ ছেয়ে গেলো,তোমার আঁচল জুড়ে
জানি না কেন?
হয়তো আমার কর্মফল-কিংবা,বিধাতার রয়েছে বারন।


ঝড় তুলে তুমি রয়ে গেলে পাতার আড়ালে
যেভাবে পরিবারের আমন্ত্রনে
ঠিকানা শুন্য করে ছিলে
অবুঝ মনের দেওয়াল,কঁকিয়ে উঠলো আবার নতুন করে
হয়তো তোমার হৃদয়ে,প্রিয় ঋতু ফাগুন বসন্ত বিরাজে।
---------------------------------------------
-৫/২/২০২০-অবুঝ মন-