মায়ের ভয়ে পেতে সাজা--
ছোট ছোট শিশুরা মাঝে মাঝে গাছে উঠে পড়ে
সোজা।
একা একা নির্ভয়ে নীরবে--
লুকিয়ে পড়ে তারা গাছেরি কোন এক মগ ডালেতে।
এমনই ভাবে খুনসুটি করে শিশুরা বড় হয়--
মায়েরা হলো তাদের কাছে সুখের পরম ঘর।
আসলে মায়েরা চায় যে দেখাতে তাদের ভয়--
ঠুসঠাস- দুমদাম মারার তাদের নেই যে কোন অভিপ্রায়।
তবু ও শিশুরা চায় যে এড়াতে যেকোনো ধরনের সাজা--
কারণ ওরা যে হলো ভূবন মাঝে মানুষের আসল রাজা।
------------------------------------
০৫/০৯/১৮