কি বৌদ্ধ-- কি খ্রিষ্টান----
কি হিন্দু-- কি মুসলমান,
ভালোবাসাতে একাকার হবে---
মানব বন্ধন।


ওঠো- জাগো আজ মানব সমাজ--
এই ভুবন মাঝে,
মানবের মাঝে বাঁচবার তরে---
কাজ করে চলো সকাল থেকে সাঁঝে।


হিংসা- বিদ্বেষ ভুলে--
হাতে হাত রেখে,
জাতের চেয়ে মানুষ বড়---
এই মানব ধর্ম প্রচার করতে হবে মুখে মুখে।


আজ এসেছে সেই সন্ধিক্ষণ---
এই ধরণীর পরে,
রক্তের হোলি বন্ধ করে---
জ্বালাও প্রদীপ প্রতি ঘরে ঘরে।
---------------------