বয়সকালে বুদ্ধিনাশ কথাটা যে মিথ্যা নয়
গোয়াড় স্বভাব ষোল আনা রেখেছে বজায়
তর্কাতর্কি করলে শুরু
তিনি হন নাটের গুরু
কদর্যতার কালিমেখে রাগের বশে ফোঁস ফোঁসায়।


এমন মানুষ আছে ভবে দেখতে লাগে বেশ
কলপ কালি মাথায় মেখে করছে কালো কেশ
রাশ যে ভারি বেশ
নৌকো বিহার রেশ
খেয়ে খেয়ে বেজায় ভুঁড়ি রূপের নেইকো শেষ।


কলিকালের এমন খেলা চলবে আর কতদিন
রক্ত যাদের গরম আছে তারাই আজ হয় স্বাধীন
কর্মক্ষেত্রে চলছে ফাঁকি
তর্ক নেশায় বুজরুকি
বুড়ো হওয়ার ভিমরতিতে গাজন গায়ে প্রতিদিন।
--------------------------------------------
২৮/১১/১৯-অবুঝ মন-