রাঙা শব্দ মাখা সুর-কোথায় তুমি----
যেন উড়ে আসা, কলিং বেলের রিংটোন
এরপর উড়ে চলে নীলকাশে আগুন হৃদয়
গভীর নেশার ঘোরে,শেষ ঠিকানায় ।


প্রত্যাশা চোখ তুলে তাকিয়ে থাকে--
অনেকটা চিতার জ্বলনের মতো
সময় দূরত্ব বাড়িয়ে চলে---
মিথ্যে স্বপ্নরা ভিড় করে আয়নায়।


এইভাবে কতবার সামনে এসেছে মরুভূমি
মুছে দিতে সব জল রঙ--
'পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি'
চেনা পৃথিবী ও কি আজও, বদলায় রঙ?
-------------------------------------------
১২/৮/১৯