এ কেমন সাড়া দেওয়ার কাঙাল যাপন?
মেঘের মেলার অবাক ভেলা ভাসলো কূলে!
যাক হারিয়ে নিজের মতো নীরব স্রোতে।


এ কেমন এগিয়ে আসা স্মৃতির মোড়ক?
ইচ্ছে করে ধোঁয়া ওড়ায় বানের গুঁতোয়!
থাক ডুবে থাক ইচ্ছাকৃত আপন গুহায়।


এ কেমন কথার কথা উপস্থাপন?
কেমন করে বুলেট ছোড়ে পথের বাঁকে
নদী সে তো খেই হারানো মাতাল প্রবেশ
ঘুরে ফিরে আনলো ডেকে চোরা বালি রঙের পরব।
------------------------------------------- -৯/১২/২২-অবুঝ মন -