ইচ্ছার পায়ে শিকল পরানো
মন রয়েছে বন্দি খাঁচায়
আবেশের  ঘরে ঝুলছে তালা
ছবি বলছে উল্টো কথা।


বারে বারে উঁকি দেয় প্রশ্ন
হৃদ পদ্মের আকাশে
কাঠেতে করাতের আঘাতের মতো
মনের দুয়ারে তীব্র বাণের জ্বালা ধরে।


তবু ও কথার কথা লুকানো
ছলনার আড়ালে
অবলীলায় যা বেরিয়ে আসতে চায়
কেবলই অন্তর্যামী হাসে অনুভবে।


এভাবেই খানিকটা সময় অতিবাহিত
তারপর পড়ে দীর্ঘ নিঃশ্বাস
রুদ্র বীণা বাজে
নতুন আশ্বাস ফিরে পাবার তরে।
-----------------------------------------