জানি নে নৌকোটা ছিলো কী না টলমল?
তবু হুমকির বুলন্দ দরওয়াজা খুলে
খানিকটা মেখে নিল তুলসী আর গঙ্গাজল!
আর কী পাটাতন ছিদ্র নজর কি এড়ানো যায়?
ভাবতে পারেন ফকিরের এটুকুই অবচারিত ছিলো বাকি।


এবার পুরোদমে ফেলতেও পারেন স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস
কেন জানো কি?কঙ্কাল সময়ের  দাবী মেনে-
অকস্মাৎ চোরা চালান কারবারে জোগানের সুনিপুণ কৌশল বাজিমাৎ!
আহ্ বিনা পুঁজি!কত কত লাভ ভাবো দেখি কেনে?
বাকি পথ রোশনাই সোহাগের রাত হয়ে যাবে নির্মল!


দেখো দেখি এবার চন্দন সুভাষ কতদূর যায়
ওপারে কাঙাল টা তিলে তিলে শেষ সে খবর কে রাখে আর?
ওই তো চকচকে চোখ! লকলকে জীবে জল টসটস ঝরছে
সাবধান হুঁশিয়ার নতুন এক শিকারের গন্ধে শকুনের চোখ টা জ্বলজ্বল করছে--
----------------------------------------
২৭/১১/২৩-অবুঝ মন -