ভিজতে চাইবো বললে কি ভেজা যায়?
ওমনি করে ঠোঁট ফুলিয়ে রেখো না আর
ওই যে সবুজ বনানী প্রান্তর,কাজলা দীঘির পাড়
চেয়ে দেখো কারা ওরা?ঠোঁটে ঠোঁট রেখে কথা কয়
ওদের নেই কোন ভয়
কেন জানো কি?
ওদের সীমানা পারে জ্বলজ্বলে লাল আভা কি দেখা যায়?
তাই ওরা অস্থির,ওরা চঞ্চল দামাল হাওয়া।


এবার তোমার কাছেতে আসি ফিরে
ফুটফুটে গোলাপের চারা রয়েছে ঘিরে
আর আছে সাজানো বাগানে বেড়া
অপলক দৃষ্টির বাঁধভাঙ্গা ঢল
চৌকাঠে পা রাখলে পরে হোঁচটের ছিটা কল
ভিজতে চাইবো বললে কি ভেজা যায়?


শ্যামের বাঁশি কি থেমে গেছে মথুরায়?
এ বন্ধন শাশ্বত,চিরন্তন
নয় হাহাকার,কর্পূর ছিটা ভাসন্ত উন্মাদ
উপোস বারান্দায় নীরব নিষ্ঠার ভালোবাসা সুখ
নতুন পাতার আগমনী,ফাগুন রাঙা কৃষ্ণচূড়া
উলঙ্গ নোনতা আলিঙ্গন ভেবো না কখনো,
এ যে মিষ্টি সুবাস সবুজ সময়ের অপেক্ষা।
--------------------------------------------
১৬/৭/২০২০-অবুঝ মন-