সুনামের সুনামগঞ্জ
এভাবেই হয় বুঝি তৈরি!
দুনিয়ায় হেব্বি জোর কার কাছে বন্ধক
বাঁশ না কী কঞ্চির?
টক ঝাল মিষ্টি পটকা যেভাবে ফাটছে
জানি না ফাটলটা হবে কী না চৌচির?
মার ও তো খাচ্ছে ইডি আর এন.আই. এ
চারিদিকে কিলবিল বিস্তার মহাবীর!


শব্দের ঘনঘোর একহাতে
এতো জোর রোজ রোজ বাজছে!
ভাবছেন আমি ও সে দলে?
বেশ তো যেতে হয় যাবো চলে
কুলি ও মজুরেরা বরাবরই নির্ভিক
এখনও একা হেঁটে চলে।


লড়াইয়ের ময়দান প্রস্তুত
মা মাটি মানুষের ভরসায় কতদিন?
দেওয়ালে ঠেকলে পিঠটা
পিঠে আর পায়েশের গল্প জমে ক্ষীর হতে আর বাকি নেই
দেখছে দেখছে খোলা চোখ সবকিছু দেখছে
চেয়ে দেখো ওরা কারা যারা আজও ঘরে আর ফেরেনি?
সুতরাং হোক যত বিস্তার মহিমার
সাদা রঙ জুড়ে থাক প্রাচীরের দেওয়ালে।
-----------------------------------------
১১/৪/২৪-অবুঝ মন -