কেন এই উৎসব হাহাকার?
সময়ের দাবি হোক ভরসার
কে না জানে ভাঁওতা অভিশাপ ?
তবু দেখি রমরমা মহাপাপ!


যাই হোক তাই হোক
ভোগ শুধু কর্মের ফলটা
চারিদিকে এতো যখন কুয়াশা!
এরপরে ভালো থাকা হয় কী?


তুমি ও কী বাদ যাবে ভাবছো?
তবে কেন পা দুটো ভাঙছো?
চেয়ে দেখো খানা ডোবা খুঁড়েছো।


একবার মাজা যদি ভেঙে যায়
খাড়া হয়ে দাঁড়ানো সোজা নয়।


তবু বলি যতো সব প্রেমটেম বাহানা
লুকোচুরি খেলা করে হয় কী?
বাড়ে শুধু জীবনের যাতনা
প্রেম প্রিতী হয় হোক শ্রেষ্ঠ
মানুষের পাশে থাকা,মানুষের সাথে থাকা
হোক যদি হয় হোক সাধনা।
-------------------------------------
৫/১১/২৩-অবুঝ মন -