স্বাধীনতা-বলো তুমি কার?
কলমে:অবুঝ মন
-------------------------------------
জঙ্গল-জঙ্গল-জঙ্গল--
গোলা আর বারুদের বর্ষন
ভাগ আর ভাগ,শুধুই চুলোচুলি
খাওয়া-খায়ি আড়ত ঢল,তোলপাড়
নির্ভেজাল খাঁটি মোজাইক কল
এন্ড্রোয়েড অ্যাপস,শকুন ঝিলমিল
ভাইরাস চাইনিস,রোল মডেল
ফতোয়া জারি-এলাকা দখল
প্রশাসন নিঃশ্চুপ শরিক
চোখ বুঁজে তাঁবেদারি,লুকোনো কোন্দল
বিনিময়ে বাঁ পকেট ভরাট নিটোল
গঙ্গা জলের সেবক,হুইলেন স্রোত
অর্জিত চোরা কারবারি।
বিপরীতে বাঁকা চাঁদ--
আধ ফালি পোড়া ঝলসানো রুটি
রেলের ফিসপ্লেটে,কলে কারখানায়
ফুটপাতে নিথর হয়ে পড়ে
কখনো বা হায়নার ক্ষুধা মেটাতে থাকে
স্বাধীনতা বলো তুমি কার?
--------------------------------------------
              -১৬/৮/২০২০-
-ছবি সংগৃহীত-