হঠাৎ যখন খবর এলো
কি করছো ঐ শহরে?
উত্তরেতে উঠলো ভেসে
চুপটি করে শুয়ে থাকা-
স্বপ্ন সুখে তাকিয়ে দেখা
বৃষ্টি ভেজা জল প্রহরে।


ক্ষণিক পরে হাওয়ার স্রোতে
আসলো আবার বৃষ্টি হলো?
এমন ধারার বচন শুনে
পাতার মাঝে জ্বললো আলো।
ইলশে গুঁড়ি যেমন করে
অঝোর ধারায় ঝরে
জবাব চিঠি তেমন একটু
হয়েছে যে বলাই যেতে পারে।


ব্যাস এইটুকুতে স্তব্ধ বাতাস
আবার যে কে সেই
সাগর স্রোতে ভাটির টান
হারিয়ে যাওয়া অবাক স্রোতে
শুধু যাওয়া আসার ঐ দুয়ার
আড়াল খোঁজে খোঁজখবরে
উজান জোয়ার নেই যে কিছুতেই!
--------------------------------
২৬/৬/২০২১-অবুঝ মন-