সেই তো কবেই গল্প বলে চলে গেলে
ইচ্ছে ডানায় নতুন করে কী আর পাবে?
হোক না দেখা দূরের থেকে মায়ার টানে
দেখি তুমি আগলে রাখো কেমন করে?


আমি তো সেই ঝরাপাতার টানাপোড়েন গৌন কুহক
অবলীলায় রবির আলোয় ছুটে বেড়াই ইচ্ছে মতো
যখন তখন তুলির টানে আঁকি ছবি নীরবতার
বলতে পারো তোমার চোখে,কল্প লোকের নির্বাসিত সহজ কবি।
-------------------------------------------
       অবুঝ মন