সহায়ক সম্বল


এখনো কোথায় যেন চিলেকোঠা ফাঁকা পড়ে আছে
এতো কষ্টের শ্বাস কার কি হয়?
বোধহয় না,ঐ তো কোলে মাখে আধ আধ আদরের স্বর
এ প্রবাহ এ ভাবেই বয়ে চলে অনাদি অনন্তকাল
শুধু তুমি নিজেকে পারলে না বদলাতে এখনও--!
জল ছায়া,ছায়া জল যাই হোক চিরাগটা নিস্পৃহ কর তো এবার
বাসা যার ভার তার,সহায়ক সম্বল।
-------------------------------------
এই পথে যাই ভেসে-১০


এভাবেই তুলে রাখি চলে যাওয়া ক্ষণ
এভাবেই খুঁজে পাই নব যৌবন
ফিরে যেতে কে চায় বল ধূসর জগতে?
আমার এ পথ চলা আনন্দে মেতে।


নির্ঘুম চোখে খেলে কল্পনা রেশ
তবু প্রেম বলে কী না পুরোনো অভ্যেস!
থাক ভালো বয়ে চলা পূর্ণবতী নদী
জোৎস্নার আলো দেবো ডাকে কভু যদি।
-----------------------------------------
-২৬/২/২৩-অবুঝ মন-