----------------------------------------
অভিমানের আগল ঠেলে--
ছুঁয়ে গেল একরাশ কোঁকড়ানো কালো মেঘ
সহজিয়া সম্পর্কের বাগানে।


যে বাগিচায় এতো কাল ফুটেছিল কুসুম গোলাপ
ভেসে গেল সেই নরম পরব--
দূর্ভেদ্য লেলিহান আগুন শিখায়।


আগামীর সীমানায় বাঁধার প্রাচীর--
হয়তো, আসবে ধেয়ে কালবৈশাখী ঝড়
নোনা জল থৈ থৈ-চেনা আঙ্গিনায়।


প্রত্যাশা তাকিয়ে আছে চাঁদের আলোয়
বজ্র-কঠিন মনের জানালায়--
যুগ যুগ ধরে এভাবেই,সাহসীরা জয়ী হয়।
-------------------------------------------
২১/৮/১৯