রাত নিঝুম হলে কত কথা মনে পড়ে
সে কি জানতো না
রূপসাগরের কাঁচা পিরিত লুকোনো সহজ নয়?
দিয়ে গেলো ঢেউ কিশোরীর
একগাদা বানভাসি ঝোড়ো হাওয়া!
এ কেমন চাওয়া পাওয়া?
কাউকে হঠাৎ যায় কি বলা--
কেন তুমি দেখো এতো অলীক কল্পনা?
যেখানে অনেকটাই বয়ে গেছে
"দোলে দোদুল দোলে ঝুলো না"
এই বাংলার বাউলেরা কি গান বাঁধেনি--
"মুখে মুখে প্রেম করিলে ---?
অথচ সে পথটি কত চেনা!
কি নামে ডাকবো একে--
ছল ভরা ঢেউ না রঙের পরব?
সখি ভালোবাসা কারে কয়?
------------------------------------------ -৪/৪/২২-অবুঝ মন-