দেখা যবে দিলে তুমি,ছিলো পূর্ণ সুখ
আঁখি মোর খুঁজে ফেরে সেই হাসি মুখ
দুটি হাত ছুঁয়ে আসে হারানো বিশ্বাস
সাগরের ঢেউ এসে করে বসবাস
নানা রং জেগে ওঠে মনের আকাশে
শুরু হলো পথচলা শুধু ভালোবেসে
কথা পেড়ে দিয়ে গেলে কতো উপহার
হঠাৎই জানিয়ে দিলে অলীক সাঁতার!


ধেয়ে এলো কালো মেঘ যমুনার তীরে
তির এসে লাগে বুকে যায় বুক চিরে
রাঙা মন ফিকে হলো ধূসর ধুলোয়
ইচ্ছের সমাধি পরে বাসনা চুলোয়
সুখ পাখি ডানা মেলে গেলো উড়ে দূরে
পড়ে আছে শূন্য খাঁচা চাঁদের কিনারে।
----------------------------------------
৭/১১/২০২০-অবুঝ মন-