ঝাঁঝ বলে একেবারে পেঁয়াজের ঝাঁঝ!
ধানি লঙ্কাও হতে পারে মনে
কি হবে বা গরমে গরমে কান টেনে?
সেই তো আবার দক্ষ যজ্ঞের আসর আসবে চলে
তাই বলে কোনো কথা নয়--
নীরবে সবকিছু নিতে হবে মেনে?
ভুল ত্রুটি ধরা পড়ে সহজে দু-একটি পর্যবেক্ষণে
সেখানেই যতো গোল!আরে আরে এ কি কর?
অহেতুক ছোবলের নেই প্রয়োজন
পরিবর্তে সামান্য ফোঁস করা অন্তত দরকার
তাহলেই বুঝে যাবে সঠিক দিশাটা কী বা কোথায়
সময়কে বুঝতে ও বোঝাতে হয়
যেভাবে কাদা দিয়ে ঠাকুরকে গড়া হয়।
---------------------------------------------
১২/৫/২০২২-অবুঝ মন