যে মানুষটা বাঁচতে চায় একটুখানি নিজের মত
সেই কূলেও বেড়াজাল কাঁটাতার জড়ায় যত!
যে মানুষটা স্ফটিক জল বড্ড বেশি ভালোবাসে
সেখানেও পাকাল মাছ ইচ্ছে খুশি উঠছে ভেসে!
যে মানুষটা বন্ধু খোঁজে তপ্ত মরুর ঊসর বুকে
সেখানেও কাঁচের সাগর বৃষ্টি ছুঁয়ে কান্না আঁকে!
যে মানুষটা জ্যোৎস্নাতলায় অবুঝ মনে উড়ায় ঘুড়ি
সেখানেও শতেক হিসাব ভুরি ভুরি মিথ্যে ঝুরি!
আর কী থাকে কল্প লোকে?সমুদ্রস্রোত ভীষণ ভারি।
---------------------------------------
১৯/১২/২০২২-অবুঝ মন-