যতদূর মনে পড়ে ছোটো ছিলো বলে
তৃতীয় হাতের স্মরণ নিয়েছিলো তুলে
ফেলে আসা পথ ধরে যেই এলো ফিরে
মন ভরা কথা হলো মায়াভরা তীরে
পরনে মুক্ত আঁচল আলো ছায়া নীড়
কপালে জ্বলছে টিকা সিঁথির সিঁদুর
তবুও আশার বাণী জ্যোৎস্নার ভিড়
সুরে সুরে জেগে ওঠে আগুন শরীর!


সুপ্ত আগ্নেয়গিরির লাভা ভরা ঝড়
লেলিহান ঢেউ তোলা কামনা সাগর
ভ্রমরীর এ কি রূপ পাশা খেলা চাল?
বলে কী না দাও কেন অলীক সাঁতার!
তবুও নদীর স্রোত মিশে যেতে চায়
সাগরের ঢেউ গুলো যতো দূর ধায়।
------------------------------------------
১৮/১১/২০২০-অবুঝ মন-