সত্যি ভাবা যায়
------------------------
শরতের আভাসে শিউলি বনছায় যেভাবে প্রতিভাস
গোলাপের বাগিচায় মৌমাছি যেমনই গুণগুণ গুণগায়
যেভাবে পরিযায়ী বুনোহাঁস ঊশ্রীর ঝরনায় টুপটুপ ডুব দেয়
খরচের কবিতায় আমিও কি যাযাবর এরকম বরাবর?
কী জানি কতটা ডালখোলা দালানের রঙবাজ ভাবা যায়?
সেই তো ঘরানো বাঁকটায় মুখটা চিটিংয়ের ধরে হাত--
বলছে তুমি তো কদিনের দিনলিপি লিপিকায় কাগজের নৌকা!
ভেবো না বেহাগে আমারও সংসার উড়ে এসে জোড়েনি
এ কেমন ঝলসানো আগুনে থেঁতলানো অভিযোগ কে জানে?
------------------
ভাঁজটা  বুঝতে না বুঝতেই
------------------------
ট্রেলারের ভাঁজটা বুঝতে না বুঝতেই
আগুনে খোরাকে শয়তান জেগেছে!
পেটে তার বজ্জাত হাঙরের বাসবাস
দুষমানী যতোসব রিহাবের কারখানা গড়েছে
কে জানে--ঘুঘু ফাঁদ কতদিনে শেষ হবে?
পাথরের পরিবেশ হৃদয়ে--
আঘাতের চিহ্নেও রমরমা ব্যবসা জাঁকিয়ে বসছে!
ভাসতে ভাসতে এ কোথায় আমি আজ চলেছি?
জমাটি মাটি গুলো ঝুর ঝুর ঝরছে,ভিতটাও নড়ছে
হয়তো একদিন চেপে যাবো আঘাতে
বলবে কী এ পৃথিবী পরিমল হচ্ছে?
-----------------------------------------
-৩১/৩/২৪-অবুঝ মন -